ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ডিসেম্বর ২, ২০১৭
মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত ২

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাদল (২১) ও সোহেল (২৩) নামে দুই বন্ধু আহত হয়েছেন। 

শনিবার (০২ ডিসেম্বর)  বিকেলের দিকে ঘটনাটি ঘটে।  

আহত অবস্থায় বাদলকে ঢামেক হাসপাতাল ও সোহেলকে  পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে বাদলের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।

আহত বাদলের ভাই সাইফুল ইসলাম জানান, মিরপুর-২ নম্বর সেকশন রায়েনখোলা  বাজার এলাকায় তাদের বাসা। গত এক সপ্তাহ আগে স্থানীয় রুবেল, রবিনসহ কয়েক জনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় তাদের।  

সাইফুল আরো বলেন, শনিবার বিকেলে বাদল ও তার বন্ধু সোহেলকে  মিরপুর ১নং সেকশন ৮নং কমিউনিটি সেন্টারের গলিতে রবিন, রুবেলসহ ৭/৮ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে বাদলের পিঠে, দুই হাতে, ও ডান পায়ের রানে আঘাত লাগে। এবং সোহেলের হাতে আঘাত লাগে।

বাদলের ভাই সাইফুল ইসলামের বরাত দিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,  পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষ দুইজনকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এজেডএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।