ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

কুয়াকাটা সৈকতে পরিষ্কার অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ডিসেম্বর ২, ২০১৭
কুয়াকাটা সৈকতে পরিষ্কার অভিযান কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিষ্কার অভিযান। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিষ্কার অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মাছুমুর রহমান।

পরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উদ্যোগে‍ সভা করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান, সিপিপি’র উপ-পরিচালক আ. রশিদ, কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, ট্যুরিস্ট পুলিশ (কুয়াকাটা) সহকারী পুলিশ সুপার আ. করিম প্রমুখ।

এদিকে, সৈকত পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সৈকত এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ‍সুশীল সমাজ,  ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ, ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংবাদিক, সিপিপি’র কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।