ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে স্বামীর সঙ্গে অ‌ভিমান ক‌রে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, ডিসেম্বর ২, ২০১৭
বরিশালে স্বামীর সঙ্গে অ‌ভিমান ক‌রে গৃহবধূর আত্মহত্যা

বরিশাল: বরিশালে স্বামীর সঙ্গে অভিমান করে সিমা আক্তার (১৬) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।

সিমা আক্তার নগরের ৫নম্বর ওয়ার্ডের পলাশপুর সিকদারপাড়া সিরাজ সিকাদারের মেয়ে।

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে নগরের পলাশপুর এলাকায় স্বামীর বাড়িতে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অল্প বয়স বিয়ে হয় সিমার। তার স্বামীর নাম মেহেদী। প্রায় মেহেদীর সঙ্গে ঝগড়া হতো তার। ঝগড়ার জের ধরেই স্বামীর বাড়িতে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই সে আত্মহত্যা করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, স্বজনরা বয়স ১৫/১৬ দাবি করলেও মনে হচ্ছে তার বয়স আরো বেশি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করেই সিমা আত্মহত্যা করেছে। তবে কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলা‌দেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।