ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

‘পাওনা টাকা ফেরত চাওয়ায় ইব্রাহিমকে হত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, ডিসেম্বর ২, ২০১৭
‘পাওনা টাকা ফেরত চাওয়ায় ইব্রাহিমকে হত্যা’ ইব্রাহিমকে হত্যা মামলার আসামিরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম (৬০) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। বিদেশ যেতে আসামিদের দেওয়া ৫ লাখ টাকা ফেরত চাওয়ার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।  

আব্দুল আহাদ বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি আব্দুস সাত্তার, বাচ্চু, বাছির ও নুরুল আমিনকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, বয়োবৃদ্ধ ইব্রাহিমকে বিদেশ পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নিয়েছিল আসামি বাচ্চু। পরে ইব্রাহিম বিদেশ যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে বাচ্চুর কাছে টাকা ফেরত চান। এরই জের ধরে গত ৩০ মে রাতে তাকে কুপিয়ে হত্যা করে পাট ক্ষেতে ফেলে দেওয়া হয়। উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের নুরুল ইসলামের পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে গফরগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার অন্তত ২ মাস পর জড়িতদের গ্রেফতার করে পুলিশ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে বলেও জানান ওসি আব্দুল আহাদ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।