ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, ডিসেম্বর ২, ২০১৭
নারায়ণগঞ্জে জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি  জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিশ্বের মানুষের শান্তি কামনায় নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। 

দিনটি উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকালে শহরে জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিটির নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান হযরত মাওলানা সৈয়দ বাহাদুর শাহ।  

নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার মানুষ র‌্যালিতে অংশ নেন।  

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে শহরে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।