ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, ডিসেম্বর ১, ২০১৭
৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা

ঢাকা: ৩৪ তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আবুল হাসান, সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান।

শুক্রবার (১ ডিসেম্বর) পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়।

আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।

অন্যদিকে মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে টাঙ্গাইল জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।

কমিটির সকল সদস্যরা ব্যাচের ঐক্যবদ্ধতার উপর গুরুত্ব দেন। সভায় শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।