ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মেয়র আনিসের মৃত্যুকে ইউনূসের শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, ডিসেম্বর ১, ২০১৭
মেয়র আনিসের মৃত্যুকে ইউনূসের শোক 

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।  

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনূস সেন্টারের পাঠানো এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

 

বিবৃতিতে ড. ইউনূস বলেন, আমি তাকে (আনিসুল হক) অনেকদিন ধরে চিনি। তিনি ছিলেন একজন অনুপম, কর্মঠ, নিবেদিত, উদ্দমী এবং সত্যিকার অর্থে একজন জনবান্ধব মানুষ। বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে। ’ 

‘আমি আনিসের আত্মার মাগফেরাত কামনা করছি এবং স্ত্রী রুবানা, তার ছেলে-মেয়ে এবং পরিবারের সদস্যরা যাতে এই শোক বইতে পারে সেজন্য আল্লাহ যেনো শক্তি দান করেন। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।