ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

গণধর্ষণ-হত্যা: ছাত্রলীগ নেতা রুহি-সাদ্দাম কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, নভেম্বর ২৮, ২০১৭
গণধর্ষণ-হত্যা: ছাত্রলীগ নেতা রুহি-সাদ্দাম কারাগারে

পাথরঘাটা (বরগুনা): তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের অভিযোগে গ্রেফতার পাথরঘাটা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে। এসময় আসামিদের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের ঘটনায় বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রুহি আনাল দানিয়াল ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ছোট্ট, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান, উপজেলা ছাত্রলীদের সহ সম্পাদক মো. মাহমদু ও পাথরঘাটা কলেজের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীরকে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা ডিবির পরিদর্শক (ওসি) এসএম জিয়াউল হক বলেন, দানিয়াল ও সাদ্দামকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।