ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, নভেম্বর ২৮, ২০১৭
না.গঞ্জে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি জমি থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় লিংক রোডের ফতুল্লার ভুইগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

 

নিহত ওই তরুণীর পরনে হলুদ রংয়ের হিজাব, কালো বোরখা ও দুই পায়ে দুইটি নুপুর ছিলো।  

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার বিষয়টি নিশ্চত করে বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর মেয়েটিকে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।  

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।