ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৭, নভেম্বর ২৮, ২০১৭
সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

সাতক্ষীরা: সাতক্ষীরায় ইমান আলী (৫৫) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার আলিপুর নাথপাড়ার বড়পুকুর কান্দায় এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী আলিপুরের মৃত ঝিনু সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে জানান, ইমান আলী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া করে। পরে আলিপুর নাথপাড়ার বড়পুকুর কান্দায় গিয়ে চালককে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, ইমান আলীর মাথায় ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।