ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় দুই মাদক বিক্রেতা কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, নভেম্বর ১৮, ২০১৭
বগুড়ায় দুই মাদক বিক্রেতা কারাগারে 

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি জানান।  
গ্রেফতাররা হলেন- উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারুশন গ্রামের মৃত সখিনবন আলীর ছেলে বেলাল হোসেন (৪২) ও একই গ্রামের মৃত মরু মাঝির ছেলে রাধানাথ মাঝি (৩৫)।

ওসি আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারুশন গ্রামের অভিযান চালিয়ে ইয়াবাসহ এই দুইজনকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারদের মধ্যে বেলাল হোসেন মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ প্রায় অর্ধ ডজন মামলার আসামি। এছাড়া এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
 
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছে বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।