ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

বাসায় ফিরেছেন ‘নিখোঁজ’ ব্যবসায়ী অনিরুদ্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, নভেম্বর ১৮, ২০১৭
বাসায় ফিরেছেন ‘নিখোঁজ’ ব্যবসায়ী অনিরুদ্ধ 

ঢাকা:  প্রায় আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর বাসায় ফিরেছেন আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিরুদ্ধ রায়। 

অনিরুদ্ধের স্বজন কল্লোল হাজরা শনিবার (১৮ নভেম্বর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।  

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ভোরে কে বা কারা তাকে গুলশানের বাসার সামনে ফেলে যায়।

 

তবে কারা তাকে ছেড়ে দিয়ে গেছে কিংবা কেন তাকে অপহরণ করা হয়েছিল এ বিষয়ে কিছু জানাননি কল্লোল।

এর আগে গত ২৭ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে গুলশান ১ ও ২ নম্বরের মাঝামাঝি সড়ক থেকে নিখোঁজ হন অনিরুদ্ধ।  

এ ঘটনায় ওইদিন রাতেই তার পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৭৩) করা হয়।

পরিবার ওই সময় জানায়, অপহরণের সময় অনিরুদ্ধ রায়ের সঙ্গে তার গাড়ি চালক ছিলেন। গুলশান-১ নম্বরে অবস্থিত ইউনিয়ন ব্যাংকের সামনে একটি ‘হায়েস মাইক্রোবাস’ থেকে ২/৩ জন লোক এসে তাকে (অনিরুদ্ধ রায়) জোরপূর্বক ওই গাড়িতে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন>>
** 
গুলশানে ব্যবসায়ী অপহরণ, চলছে ফুটেজ পর্যালোচনা

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।