ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

ছাত্রদল নেতার গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, নভেম্বর ১৮, ২০১৭
ছাত্রদল নেতার গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল: ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরাম‍ুল হোসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পথসভা করে।

 

বিএম কলেজ ছাত্রদল নেতা আরাফাত হোসেন অনিকের নেতৃত্বে নগরীর বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বটতলা পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।  

এদিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে বগুড়া রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৃথক পথসভায় নেতাকর্মীরা অবিলম্বে আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলা‌দেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।