বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বলেন, দুপুরে কালশী রোডে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান পথচারী নাসির।
ওসি বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, নিহত নাসির কুর্মিটোলা বিহারি ক্যাম্প এলাকায় থাকেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেডএস/এসআরএস/বিএস