বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার মফিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাহাদুর বরিশাল জেলার ঝালকাঠি থানার বাহিয়াদিয়া গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে।
ওই বহুতল ভবনের নির্মাণ শ্রমিকরা জানান, সকালে মফিজুল ইসলামের ছয় তলা ভবনের চার তলায় কাজ করছিলেন বাহাদুর। এসময় হঠাৎ তার রশি ছিড়ে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের (অপারেশন) ওটি ইনচার্জ নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, ভবন থেকে পড়ে বাহাদুরের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।
তবে দু’হাত ও এক পা ভেঙে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/