বগুড়া: উত্তর জনপদের সমৃদ্ধ বগুড়া জেলার সার্বিক উন্নয়নের দাবি জানিয়ে সচেতন বগুড়াবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ শংকর ভট্টাচার্য, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, খলিলুর রহমান চৌধুরী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, মাসুদুল হক দুলু, মাসুদুর রহমান, আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বগুড়ায় নির্মিতব্য বিমানবন্দর জনসাধারণের ব্যবহারের জন্য অবিলম্বে চালু করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনার পুনঃনির্মাণ করতে হবে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন সংযোগ স্থাপন করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। তাই বগুড়াবাসীর প্রাণের এসব দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমবিএইচ/আইএ