ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিহত বাসচালকের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, মার্চ ২, ২০১৭
নিহত বাসচালকের ময়নাতদন্ত সম্পন্ন সংঘর্ষ চলাকালে আহত হন শাহ আলম, পরে ঢামেকে নিয়ে গেলে মৃত্যু হয় তার। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে নিহত বাসচালক শাহিনুরের (৩৭) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক (মেডিসিন) বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করেন।

সোহেল মাহমুদ বলেন, বন্দুকের গুলিতে তার মৃত্যু হয়েছে।

নিহতের শরীরের ফুসফুসে এবং হৃদপিণ্ডে গুলির আঘাত লাগে। এ ছাড়াও তার বুকে ও পেটে শর্টগানের গুলির চিহ্ন রয়েছে।

এর আগে নিহত শ্রমিকের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন দারুস সালাম থানার উপ পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ।

সুরতহাল রিপোর্টে তিনি উল্লেখ করেন, নিহত শ্রমিকের নাম শাহিনুর (৩৭), বাবার নাম মো. ছায়ের উদ্দিন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে।

এসআই মহেশ জানান, ঢামেকে নিহতের স্বজনরা না আসায় তার মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার মামলায় ঘাতক বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা।

ধর্মঘট পালনে গাবতলীতে সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। রাতে কয়েক দফায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ‍ হয় পরিবহন শ্রমিকদের। এ সংঘর্ষে নিহত হন বাস চালক শাহিনুর।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেডএস/ওএইচ/বিএস

আরও পড়ুন
** গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত ১
**গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩ আটক ১০
** ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ
** ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট​
** পরিবহন ধর্মঘটে দুর্ভোগে নাকাল রাজধানীবাসী​
** পরিবহন ধর্মঘট,ঝুঁকি নিয়েই পিকআপ ভ্যানে নারীরা​
** মার খেলো রোগী, রেহাই পেলো না লাশবাহী গাড়ি​
** গণপরিবহন নেই নগরীতে
** গাবতলীতে সড়কে আগুন, আইন-শৃঙ্খলা বাহিনীর ফাঁকা গুলি
** গাবতলীতে পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষ, রেকার ভ্যানে আগুন
** পুলিশের রেকারে আগুন, সাত অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহন ভাঙচুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।