বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শারীরিক প্রতিবন্ধী শওকত আলী (৫৫), আনোয়ার হোসেন (৬৫) ও তার ছেলে মানসিক প্রতিবন্ধী কামাল হোসেন (২৮)।
এদের মধ্যে কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও শওকত আলীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আনোয়ার হোসেন জানান, ৭২ শতক জমি নিয়ে প্রতিপক্ষ কাশেমের সঙ্গে দীর্ঘ বছর ধরে তার মামলা চলে আসছে। সম্প্রতি গাংনী থানায় বসে তাদের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে কাশেম ও তার লোকজন ওই জমির উপরে যাবে না বলে প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার সকালে ওই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় কাশেমের নেতৃত্বে লালন, মান্নান, বিল্লাল হোসেন, হামিদুল ইসলাম, স্বপন আলীসহ ৮/১০ জন লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা বাংলানিউজকে জানান, কামাল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। এছাড়া শওকত আলীর ডান পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
আরএ