ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিএমপি’তে সহকারী পুলিশ কমিশনার পদে ২ জনের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, মার্চ ২, ২০১৭
ডিএমপি’তে সহকারী পুলিশ কমিশনার পদে ২ জনের বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, সহকারী পুলিশ কমিশনার পদে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন) মো. ফেরদাউছ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) এবং সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন) হিসেবে বদলি করা হয়েছে।
 
বুধবার (০১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরএটি/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।