মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় বাসের চাপায় রূপা মণ্ডল (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী আনিস সরদার (৪০)। বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে নড়াইল থেকে শরীয়তপুর যাচ্ছিলেন রূপা ও তার স্বামী আনিস। পথে কলাবাড়ি এলাকায় এলে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রূপা নিহত হন। এসময় গুরুতর আহত হন তার স্বামী আনিস। পরে স্থানীয়রা আনিসকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।