ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, মার্চ ২, ২০১৭
নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকার ভাই ভাই স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সোয়া ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার স্টেশনের ফায়ারম্যান মো. জুয়েল খান বাংলানিউজকে জানান, তাদের দু’টি ইউনিটসহ নরসিংদীর মাধবধী স্টেশনের একটি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ভাই ভাই স্পিনিং মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এনামুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।