এসময় তাদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকরা হলেন- আনোয়ার (৩০) ও শরিফুল (২৫)।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে র্যাব-১ এর উপ-অধিনায়ক কাজী মো. সোয়াইব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪১ নম্বর বাড়ির নিচ তলার রুম থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা গার্মেন্টস ব্যবসার নাম করে জয়পুরহাট থেকে ফেনসিডিল নিয়ে আসতেন। উত্তরার বাসায় তারা দুই বছর ধরে ভাড়া থাকতেন।
জয়পুরহাটে তাদের একটি চক্র রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭/আপডেট: ১৫৩২ ঘণ্টা
আরএটি/এএটি/জেডএস