ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৪, মার্চ ২, ২০১৭
বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

ঢাকা: বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল একটি ডেডিকেটেড রেলসেতু নির্মাণের জন্য পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের নকশা প্রণয়নে সরকার এ কনসালটেন্ট নিয়োগ করলো।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে রেলভবনে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এ চুক্তি সাক্ষর করে।
 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের রেলওয়ে নেটওয়ার্ক স্থাপিত হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার রেললাইনের কাজও খুব শিগগিরই শুরু হবে। ২০১৮ সালে যাতে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালাতে পারি এ লক্ষে কাজ করছি।
 
খুব শিগগিরই বন্ধ হওয়া ৬০টি রেলস্টেশন চালু কর হবে- বক্তব্যে জানান মন্ত্রী।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রী সেবা বৃদ্ধি করেন আর বিএনপি চেয়ারপারসন খালেদা তা ধ্বংস করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।