বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে রেলভবনে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এ চুক্তি সাক্ষর করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের রেলওয়ে নেটওয়ার্ক স্থাপিত হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার রেললাইনের কাজও খুব শিগগিরই শুরু হবে। ২০১৮ সালে যাতে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালাতে পারি এ লক্ষে কাজ করছি।
খুব শিগগিরই বন্ধ হওয়া ৬০টি রেলস্টেশন চালু কর হবে- বক্তব্যে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রী সেবা বৃদ্ধি করেন আর বিএনপি চেয়ারপারসন খালেদা তা ধ্বংস করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএ/বিএস