ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, মার্চ ২, ২০১৭
খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও খুলনা প্রেসক্লাবের সামনে জেলা শাখা পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।

মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

কোনো কারণ ছাড়াই আকস্মিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশ করে সভায় বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানান।

অপরদিকে, জেলা শাখার সভাপতি এসএম শফিকুল আলম মানার সভাপতিত্বে জেলা বিএনপি খুলনা প্রেসক্লাবের সামনে একই কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমআরএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।