ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কটিয়াদীতে যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, মার্চ ২, ২০১৭
 কটিয়াদীতে যুবকের মৃতদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জুয়েল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেতুইতলা গ্রামে ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

জুয়েল একই এলাকার আমির উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে জুয়েলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।