ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাঙামাটি পৌরসভার বর্তমান পরিষদের বর্ষপূতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাঙামাটি পৌরসভার বর্তমান পরিষদের বর্ষপূতি রাঙামাটি পৌরসভার বর্তমান পরিষদের বর্ষপূতি

রাঙামাটি: রাঙামাটি পৌরসভার বর্তমান পরিষদের প্রথম বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পৌরসভা চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চিংহ্লামং মারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানসহ জেলার সুশীল সমাজের নাগরিকরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা শহরের শতবর্ষী নাগরিকদের সংবর্ধনা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিদের শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ