ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে গৃহকর্মী শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
সিলেটে গৃহকর্মী শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

সিলেট: সিলেট নগরীর মুন্সীপাড়ায় সালেহ আহমদ (১১) নামে এক গৃহকর্মী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত শিশু সালেহ আহমদ সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মিরারগাঁওয়ের জবান আলীর ছেলে। সে নগরীর মুন্সীপাড়ায় ৩২ নং বাসায় গৃহকর্মীর কাজ করতো বলে জানিয়েছেন শিশুটির বাবা।

শিশুটির বাবার দাবি, বাসার মালিক তার শিশু সন্তানকে হত্যার পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে গেছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।   মঙ্গলবার তারা মরদেহটি হাসপাতাল মর্গে খুঁজে বের করেন।

জবান আলী বাংলানিউজকে বলেন, সংসারে অভাব অনটন। তাই ১০ দিন আগে সালেহকে সিএনজিচালিত অটোরিকশা চালক বড় ভাইয়ের বন্ধুর মাধ্যমে নগরীর মুন্সীপাড়ায় ৩২ নং ভবনের হাজি আব্দুর রশিদ খানের বাসায় গৃহকর্মীর কাজে দেন।

লোক মারফত জানতে পেরে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাসপাতাল মর্গে শিশু সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখি। কোতোয়ালি পুলিশ জানায়, হত্যা হোক কিংবা আত্মহত্যা, শিশুটি সোমবার রাতে মারা গেছে।

নিহত শিশুর চাচাতো ভাই ময়নুল ইসলাম বাংলানিউজকে বলেন, সালেহ আত্মহত্যা করেছে। লোক মারফত খবর পাঠিয়ে মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছেন বাসার মালিক। পরে পুলিশের সহায়তায় হাসপাতাল মর্গে মরদেহের খোঁজ পাওয়া যায়।  

এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে পুলিশ। ময়না তদন্তের পর শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, নিহত শিশুটির গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাসার মালিকের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ