ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টরকে শুল্ক গোয়েন্দার তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টরকে শুল্ক গোয়েন্দার তলব

ঢাকা: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাবেক কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফান প্রিজনারকে আগামী ৩০ মার্চ তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান।
 
তিনি বাংলানিউজকে জানান, শুল্কমুক্ত সুবিধায় তিনি (স্টিফান প্রিজনার) গাড়ি এনে স্থানীয় ননপ্রিভেলজড পারসনের কাছে বিক্রি করেন।

যা শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন। এই অভিযোগের তদন্তের সূত্রে তাকে মঙ্গলবার একটি নোটিশ দেওয়া হয়েছে। এর আগে ২৮ ডিসেম্বর তলব করলে তিনি হাজির হতে ব্যর্থ হন। এছাড়া তার দ্বিতীয় নোটিশ।

তিনি আরো জানান, এতে তার ব্যক্তিগত লাভের বিষয়টি প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। অপরদিকে তার ব্যবহৃত গাড়িটি শুল্ক গোয়েন্দা জব্দ এবং তদন্ত শুরু করেছে। প্রিজনার বর্তমানে উজবেকিস্তানে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ