ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
মৌলভীবাজার পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভিড় মৌলভীবাজার পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভিড়-ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: চলছে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৭’। তাই সেবাগ্রহীতাদের ভিড় জমেছে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সরজমিনে গিয়ে আগের তুলনায় ভিন্ন চিত্র চোখে ধরা পড়ে পাসপোর্ট অফিসে। যেখানে মাসখানেক আগেও অফিসের গেটের আশে-পাশে দালাল চক্রের ভিড় ছিল, সেবাগ্রহীতাদের নানা অভিযোগ ছিল, আজ সেখানে দালালমুক্ত পরিবেশে সবাইকে শান্তি-শৃঙ্খলার সঙ্গে সেবা নিতে দেখা গেছে।

এ সময় এক পাসপোর্ট সেবাগ্রহীতা জুড়ি উপজেলার ফারহানা আক্তার বাংলানিউজকে বলেন, গত সপ্তাহে এসে খুব কষ্টে ফরম জমা দিয়েছিলাম। কিন্তু আজ খুব শান্তিতে ফিঙ্গার দিতে পেরেছি। আজ আনসার সদস্যরাও কোনো বাজে আচরণ করেনি।

পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে নবনির্মিত মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে অফিসের ভেতর ও বাইরের পরিবেশ।

দালাল ও হয়রানিমুক্ত সেবা সপ্তাহ উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয় রয়েছেন।

দুপুরে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আফজাল হোসেনের কক্ষে গিয়ে দেখা যায়, তিনি সিসিটিভি ফুটেজ দেখে গোটা অফিসের কার্যক্রম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।

তিনি বাংলানিউজকে বলেন, শুধু পাসপোর্ট সেবা সপ্তাহ নয়, সারা বছরই এভাবে সন্তোষজনক সেবা দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ