ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে মুচলেকা দিয়ে ছাড়া পেলো ১০ বখাটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ফেনীতে মুচলেকা দিয়ে ছাড়া পেলো ১০ বখাটে ফেনীতে মুচলেকা দিয়ে ছাড়া পেলো ১০ বখাটে

ফেনী: ফেনী শহরে ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দিয়ে ১০ বখাটে ছাড়া পেয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা তাদের কাছ থেকে  মুচলেকা আদায় করেন।

তিনি বাংলানিউজকে জানান, শহরের শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকজন বখাটে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।

খবর পেয়ে দুপুরে স্কুল ছুটির সময় ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ বখাটেকে হাতেনাতে আটক করা হয়। পরে তারা আর এমন করবে না মর্মে মুচলেকা দিলে ভ্রাম্যমাণ আদালত তাদের অভিভাবকের হাতে তুলে দেন। এসময় ওই ১০ জনের অভিভাবক ছাড়াও ওই স্কুলের প্রধান শিক্ষক একরামুল হক ভূঁইয়া উপস্থিতি ছিলেন।

এছাড়া ওই এলাকায় বখাটেদের আনাগোনা বন্ধে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।