ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ধামরাইয়ে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে ধামরাইয়ে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে থানা রোড এলাকার মো. আলতাবের ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি)  বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে দুপুর ২টার দিকে ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঝুটের গোডাউনের মালিক মো. আলতাব (৪২) ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের তালতলা মহল্লার মো. আলিমুদ্দিনের ছেলে।

তিনি বাংলানিউজকে বলেন, ঝুটের গোডাউনে কীভাবে আগুন লেগেছে আমি জানি না তবে এর সুষ্ঠু তদন্ত চাই।

এতে আমার প্রায় ১০-১২ লাখ টাকার মালামাল ও নগদ ২ লাখ চল্লিশ হাজার টাকা পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ওয়ার হাউজের ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।