ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিএনসিসি মার্কেটে আগুনের কারণ অনুসন্ধানে সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ডিএনসিসি মার্কেটে আগুনের কারণ অনুসন্ধানে সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার ডিএনসিসি মার্কেট আগুন, ফাইল ফটো

ঢাকা: গুলশান-১ ডিএনসিসি মার্কেটে আগুন লাগার কারণ অনুসন্ধানে আবারও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গুলশান- এলাকার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম কার পার্কিংয়ে (রোড নং-১৭, ১৮, ১৯, প্লট নং-৩/এ, ৫/এ, ৭/এ) অষ্টম তলার সম্মেলন কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রত্যক্ষদর্শীরা তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

গত ২ জানুয়ারি দিবাগত রাতে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিলো স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি গত ১৮ জানুয়ারি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করেছে।

যে সকল প্রত্যক্ষদর্শী প্রথমদিন দিতে পারেননি তারা মঙ্গলবার সাক্ষাৎকার দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমআইএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।