ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে পুকুর থেকে এক হাজার ৪৫ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে র‌্যাব।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৫টায় উপজেলার ফেদারগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুকুর থেকে মদের চালানটি উদ্ধার করা হয়।  

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) জে .এম ইমরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে উল্লেখ করা হয়, চোরাকারবারীরা ভারত থেকে আনা মদগুলো পুকুরের পানিতে বস্তাবন্দি করে রাখে। পরে এখান থেকে সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে।  

উদ্ধার হওয়া মাদক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালান চক্রের সদস্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-৯ এর বিশেষ টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনইউ/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।