ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা-ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন।

আমরা সেই লক্ষ্যেই কাজ করব। আমরা সেভাবে দায়িত্ব পালন করব।

দুদক কমিশনার আরও বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করতে জনগণকে সোচ্চার হতে হবে। জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ) কমিশনার মো. মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।