ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
শ্রীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা এলাকায় বালু ভর্তি মিনিট্রাকের নিচে চাপা পড়ে তাহাদ শেখ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল (১৭) নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাহাদ উপজেলার তখলপুর গ্রামে আহম্মদ আলীর ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মামুন হোসেন বিশ্বাস বাংলানিউজকে জানান, বিকেলে হোগলডাঙ্গা এলাকায় একটি বালু ভর্তি মিনিট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক তাহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক ও চালক ফরিদকে অটক করেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।