ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষকের চড়ে শিক্ষার্থী হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
শিক্ষকের চড়ে শিক্ষার্থী হাসপাতালে

সাভার, ঢাকা: সাভারে শিক্ষকের হাতে চড় খেয়ে তামিম ইকবাল (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। রোববার (২৬ ফেবুয়ারি) দুপুরে সাভারের মজিদপুর এলাকায় প্রগতি মডেল স্কুলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর স্বজনরা বাংলানিউজকে জানান, তামিম দুপুরে ক্লাস শেষ না করে বাড়িতে চলে আসে। এসময় তার কান থেকে রক্ত বের হতে দেখে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, তামিমের কান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিলো। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, স্কুলের এক শিক্ষক ছুটিতে থাকায় আজ আমি ক্লাস নিতে যাই। শিক্ষার্থীরা বাড়ির পড়া না শিখে আসায় তামিমের পিঠে একটি চড় মারি। এরপর আমি জানতে পারি তামিম ক্লাস শেষ না করেই বাসায় চলে গেছে।

তামিমের কানে আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো মিথ্যা ও আমার নামে চক্রান্ত।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফ্রেবুয়ারি ২৬, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।