ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
হবিগঞ্জে দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড হবিগঞ্জে দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে আহাদ (১২) ও নুরুজ (১০) নামে দুই ভাই হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভিন এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার যশপাল গ্রামের মৃত আবদুস ছামাদের ছেলে আবদুল আলী (৩০), মৃত মারফত উল্লাহর ছেলে ছায়েদ আলী (৪০) ও মৃত আবদুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুলাই যশপাল গ্রামের পার্শ্ববর্তী তিতারকোনা হাওরের ধানক্ষেত থেকে ওই দুই শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তাদের বাবা ছিদ্দিক আলী বাদী হয়ে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় বাহুবল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন বিচারক।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক বাংলানিউজকে জানান, এ মামলায় আবদুল আলীকে গ্রেফতার করা হয়। আর ছায়েদ আলী ও আরজু মিয়া এখনো পলাতক।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।