ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মেহেরপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ৩৭ বোতল ফেনসিডিলসহ রিকাতন নেছা (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বামন্দী বাজার থেকে তাকে আটক করা হয়। রিকাতন নেছা গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মৃত ছের আলীর মেয়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আব্দুল হান্নানের বামন্দী বাজারে অভিযান চালায়। এসময় ৩৭ বোতল ফেনসিডিলসহ রিকাতন নেছাকে আটক করা হয়।

রিকাতন নেছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।