ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে ২০ লাখ টাকার হেরোইন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
গোদাগাড়ীতে ২০ লাখ টাকার হেরোইন জব্দ গোদাগাড়ীতে ২০ লাখ টাকার হেরোইন জব্দ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে এক কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-১ এর সদস্যারা। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মায় চর আলাতুলীতে অভিযান চালিয়ে হেরোইনগুলো জব্দ করা হয়।

তিনি জানান, বিজিবি গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে হেরোইনগুলো জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

হেরোইনগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানিয়ে পরে এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে, জানান এই বিজিবি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।