ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গা এলাকায় পিকনিকের বাস খাদে পড়ে পানিতে ডুবে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এন্তাজ আলী (৬৫), আব্দুল করিম (৫০), হাসেম আলী।

এদের সবার বাড়ি গোমস্তাপুরের নদিয়ারী এলাকায়।

আহতরা হলেন-একই গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোবারক হোসেন (৪৫), তার ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক (৫০), মনিরুল (৫০), কসিম উদ্দীনের ছেলে মঞ্জুর আলী (৪০), সোহরাব আলীর ছেলে কবির আলী (৪০), তাইজুল ইসলাম (৫৫), জিল্লুর রহমানের ছেলে মজ্জেম হোসেন (৫০), একই উপজেলার রাঙ্গামাটি গ্রামের মানসুর রহমানের ছেলে মানিরুল (৪০), চাইপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৪), নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওমন ফারুক (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার গোমস্তাপুর উপজেলার নদিয়াড়ী এলাকা থেকে ২টি পিকনিকের বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাবুডাইং এলাকায় পিকনিক শেষে ফিরছিল। পথে মহাডাঙ্গা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের পানিভর্তি বিলে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) চৌধুরী যোবায়ের আহম্মেদ এ হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান  চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।