ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের ভেতরে সড়ক দুর্ঘটনায় শামীম আহমেদ (২০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদমজী ইপিজেড এলাকার ইপিক গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মাগুরা জেলার মোহাম্মদপুর থানার আশারচর এলাকার নিজাম মল্লিকের ছেলে।

তিনি ইপিক গার্মেন্টসে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।

আদমজী ইপিজেডের নিরাপত্তা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, কারখানার সামনে একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো খ ১২-৭৩৩০) শামীমকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।