ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে অটোরিকশা চাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
 নোয়াখালীতে অটোরিকশা চাপায় নারী নিহত

নোয়াখালী: নোয়াখালী শহরের মাইজদী প্রধান সড়কে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে অজিফা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাইজদী-চৌমুহনী প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অজিফা খাতুন লক্ষ্মীপুর জেলার বানচানগর গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী।

সুধারাম থানার উপ পরিদর্শক (এসআই) ইমতিয়াজ বাংলানিউজকে জানান, সকালে অজিফা খাতুন লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর মাইজদীর মা-মনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।