ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

আদিতমারীতে আসামির ছুরিকাঘাতে এসআই আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আদিতমারীতে আসামির ছুরিকাঘাতে এসআই আহত

লালমনিরহাট: ওয়ারেন্টভুক্ত আসামির ছুরিকাঘাতে লালমনিরহাটের আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন তিনি।
 
আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রেহমান বাংলানিউজকে জানান, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত একাধিক আসামির তলব করতে মান্নানের চৌপতি এলাকায় যান এসআই জাহিদ।

সুযোগ বোঝে স্থানীয় মাদক ব্যবসায়ীর একটি চক্র পুলিশ দেখে উপর্যুপরি হামলা চালায়।

এ সময় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে জাহিদের হাত, কান ও গলা মারাত্মকভাবে জখম হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে জাহিদকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আজমল হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ কর্মকর্তা জাহিদ গুরুতর জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, আসামি ধরতে গিয়ে জাহিদ মারাত্মক জখম হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি দোষীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।