ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, ফেব্রুয়ারি ২০, ২০১৭
খাগড়াছড়িতে চোরাই মোটরসাইকেলসহ চোর আটক খাগড়াছড়িতে চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ রবিউল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। রবিউল ওই এলাকার আবুল কাশেমের ছেলে।



খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, ৬ ফেব্রুয়ারি শহরের মিলনপুর থেকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জ্ঞান জ্যোতির মোটরসাইকেলটি চুরি হয়। পরে এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন।

দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের নয়নপুর এলাকার রবিউলের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় সেখান থেকে শিক্ষক জ্যোতির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রবিউলের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।