ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যশোরে শিশুকন্যাকে পুড়িয়ে হত্যার চেষ্টা পাষণ্ড বাবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, ফেব্রুয়ারি ২০, ২০১৭
যশোরে শিশুকন্যাকে পুড়িয়ে হত্যার চেষ্টা পাষণ্ড বাবার

যশোর: যশোরে নিজের চার মাসের মেয়ে সুরাইয়াকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন লিটন হোসেন ওরফে চোর লিটন নামে এক পাষণ্ড ব্যক্তি। দগ্ধ শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

লিটন জেলা শহরের রেলগেট গোলপাতা হোটেল এলাকার বাসিন্দা।

দগ্ধ শিশুটির মা ঝরনা বেগম জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি সুরাইয়াকে নিয়ে ঘুমিয়ে ছিলেন।

এ সময় তার স্বামী লিটন শেখ ও লিটনের প্রথম স্ত্রী শেফালি মশারিতে আগুন দিয়ে পালিয়ে যান। এতে সুরাইয়ার হাত-পা দগ্ধ হয়। এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঝরনা আরও জানান, তার স্বামী লিটন দুই স্ত্রীর কথা গোপন করে তাকে তৃতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন যে স্টেশন এলাকায় চোরাই মোবাইল ফোনের বেচাকেনাই স্বামীর ব্যবসা। বিয়ের কিছুদিন পর থেকে লিটন তার সংসারের খরচ দেন না। প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আনসার আলী বলেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত।


যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
ইউজি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।