ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে ভাষা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কিশোরগঞ্জে ভাষা উৎসব কিশোরগঞ্জে ভাষা উৎসব-ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভাষার মাসে কিশোরগঞ্জে শিশুদের নিয়ে ভাষা উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে শিশুতীর্থ সংগঠন। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশুদের মধ্যে প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ভাষা আন্দোলনে শহীদের স্মরণে চিঠি লেখা, রচনা ও কবিতা পাঠ করা হয়।  

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো  রাকিব খান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নাছিম খান, প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোনায়ার হোসেন রনি।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন বাচ্চু, শিশুতীর্থ সংগঠনের সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেন চৌধুরী, শিশুতীর্থ সংগঠনের চেয়ারম্যান জীবন তাপস তন্ময়সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে সঞ্চালনায় ছিলেন হাবিবা রিপা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।