ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাদুল্যাপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সাদুল্যাপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ৩৮ পিস ইয়াবাসহ মিঠু মণ্ডল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মিঠু উপজেলার খামারপাড়া গ্রামের মৃত একরামুল হক বুদুর ছেলে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পালানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মিঠুকে আটক করা হয়।

এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।