ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে হরিণের মাংসসহ গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বাগেরহাটে হরিণের মাংসসহ গ্রেফতার ১

বাগেরহাট: বাগেরহাট সদরের চিতলী এলাকা থেকে ১৩ কেজি হরিণের মাংসসহ আব্দুস ছত্তার ওরফে তায়েব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

আব্দুস ছত্তারের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরা গ্রামে।

বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার সন্ধ্যায় চিতলী বৈটপুর বাজারের কাছ থেকে আব্দুস ছত্তারকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৩ কেজি  হরিণের কাঁচা মাংস জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল বাদী হয়ে আব্দুস ছত্তারের বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করেছেন। জব্দ করা মাংস আদালতের নির্দেশ অনুযায়ী ধ্বংস করা হয়েছে।

ওসি আরও বলেন, আব্দুস ছত্তার দীর্ঘদিন ধরে অবৈধভাবে হরিণের মাংস বিক্রি করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।