ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দগ্ধ ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
রাজধানীতে পৃথক ঘটনায় দগ্ধ ৬

ঢাকা: রাজধানীর বংশাল ও শ্যামপুরে পৃথক ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সময়ে তারা দগ্ধ হন।

জানা যায়, বংশাল শিক্কাটুলী এলাকার একটি ভবনের নিচতলায় জুতার কারখানায় কাজ করার সময় আগুন লাগে। এতে দোকানের মালিকসহ চারজন দগ্ধ হন।

 

দগ্ধরা হলেন- মালিক মোরসালিন (২১), কর্মচারী আব্দুল হাদিস (১৯), সোহেল (২০) ও আজিজ (১৫)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

দগ্ধরা জানান, ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ কেমিক্যাল থেকে আগুন লাগে। নিজেরা আগুন নেভালেও শরীরের বেশ কিছু জায়গা পুড়েছে।  

অন্যদিকে শ্যামপুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় সংস্কার কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে শাকিল আহমেদ (২৫) ও আশরাফ আলী (৫০) নামে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদেরও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শাকিলের ৬০ শতাংশ ও আশরাফের ৪২ শতাংশ পুড়ে গেছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজন আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এজেডএস/আরআর/জেডএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।