ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় পলিটেকনিক্যালের ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
টাঙ্গাইলে ট্রাকচাপায় পলিটেকনিক্যালের ছাত্র নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে ট্রাকের চাপায় পলিটেকনিক ইনস্টিটিউট-এর এক ছাত্র নিহত হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার এলজিইডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে এলজিইডি মোড়ে রাস্তা পার হচ্ছিল ওই যুবক।

এসময় একটি ট্রাক তাকে চাপায় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলেটির পরনে পলিটেকনিক ইনস্টিটিউটের ইউনিফর্ম দেখে ধারণা করা হচ্ছে তিনি ওই প্রতিষ্ঠানের ছাত্র।  

দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।